Madaripur Barta
ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসককে মাদারীপুর প্রেসক্লাবের শুভেচ্ছা

madaripurbarta
এপ্রিল ২৮, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

নবনির্বাচিত মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরীকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন মাদারীপুর প্রেসক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের নেতারা তাকে শুভেচ্ছা জানান।
মুনীর চৌধুরীকে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করেন কর্তৃপক্ষ। তিনি মাদারীপুর প্রেসক্লাবের পৃষ্ঠপোষক হওয়ায় নবগঠিত মাদারীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম মাওলা আকন্দ, সহ সভাপতি শফিক স্বপন, সাধারণ সম্পাদক এম.আর মুর্তজা, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল রিজভী, কোষাধ্যক্ষ সাব্বির হোসাইন আজিজ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এমদাদ খান, সহ সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, কার্যকরী সদস্য ফায়েজুল শরীফ, রাশেদ কামাল, লিখন মুন্সি প্রমুখ। এসময় জেলা পরিষদ প্রশাসক মুনীর চৌধুরী সাংবাদিকদের সাথে সরকারের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুনীর চৌধুরী বলেন, জেলা পরিষদের অথায়নে মাদারীপুর প্রেসক্লাবের ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানে নবগঠিত কমিটি নিয়ে সাংবাদিকদের মান উন্নয়নের নিজেকে সম্পৃক্ততা করবেন। সকল বিভেদ ভুলে সাংবাদিকদের এক হওয়ারও আহবান করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।