গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে ডিজিটাল বাংলাদেশ গড়তে ইউনিয়ন উদ্যোক্তা এবং ইউপি সচিবদের ওয়েব পোটার্ল সংক্রান্ত দুইদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এবং জাইকাথর সহায়তায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী অপিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্যরা। প্রশিক্ষণে ৭টি ইউনিয়নের শতাধিক ইউনিয়ন উদ্যোক্তা এবং ইউপি সচিব অংশ গ্রহন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।