মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান।
এই খেলায় ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুল, আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। দিনব্যাপী খেলা শেষে হ্যান্ডবল প্রতিযোগিতায় মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ২-১ গোলে শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ডা. মো. গোলাম সারোয়ার।
মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে উক্ত খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম কবির, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস, সদস্য রেজা সেলিম উজ্জ্বল, সদস্য রফিকুল ইসলাম লিটন, সদস্য নান্নু মুন্সী, হ্যান্ডবল কোচ মুসফিক আহসান নবীন, শিউলি ও শ্যামলী, প্রতিযোগিসহ অনেকেই।