বরিশাল প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে বামরাইল সানুহারের মাঝখানেযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ২১ জন।
আজ রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বামরাইল সানুহারেরর মাঝামাঝি হাইওয়ে যমুনা লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) আলী আর্শাদ।
তিনি জানান, এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আট জন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ওসি বলেন, বাসটি উদ্ধারে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিস কর্মীরা বাসটি কেটে যাত্রী এবং মৃতদেহ উদ্ধার করে।
উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয় আহবায়ক(মন্ত্রী),আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.