মাদারীপুর প্রতিনিধি:
আজ বুধবার বিশ্ব দুগ্ধ দিবস। পরিবেশ পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে পালিত হল বিশ্ব দুগ্ধ দিবস-২০২২।
বুধবার (১ জুন) সকালে মাাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ উপলক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথ ভাবে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিটি উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এরপর র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার সুবল চন্দ্র দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, প্রশিক্ষণ কর্মকর্তা শচীন্দ্রনাথ বিশ্বাস, সরকারি কর্মকর্তা, খামারীসহ অনেকেই।
আলোচনা সভায় বিশ্ব দুগ্ধ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানের প্রধান আলোচক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে মাদারীপুর জেলা সদরের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীদের মাঝে দুইশত মিলিলিটার তরল দুধ ও টি-শার্ট বিতরণ করা হবে। এছাড়াও দুধের গুণাগুন সম্পর্কে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
উলেখ্য, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ঐ বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তভুর্ক্তকরণে উৎসাহিত করতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.