মাদারীপুর প্রতিনিধি:
ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক রাসুলুল্লাহ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে মাদারীপুরে ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও ইসলামী যুব সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের পুরান বাজার বড় মসজিদ থেকে শুরু হয়েছে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শকুনী লেকপাড় স্বাধীনতা অঙ্গণে এসে শেষ হয়। “নারয়তাকবির আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ভারতীয় পন্য বেচা-কেনা বন্ধ”সহ নানা শ্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধর্মীয় সংগঠনসহ সমাজের ধর্মপ্রাণ মুসলামরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মাদারীপুর ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মো. বোরহানউদ্দিন খান। এ সময় বক্তব্য রাখেন চন্ডবির্দী পীর সাহেব মাওলানা আলী আহম্মদ চৌধুরী, মাওলানা মো. জাহিদুল আলম খান, মাওলানা আশরাফ আলী, গোলাম আজম ইরাদ প্রমুখ।