Madaripur Barta
ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ; অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

madaripurbarta
জুলাই ৪, ২০২২ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ডাকাতি করার সময় ডাকাত দলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় আগ্নে ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, রোববার মধ্যরাতে খাঞ্জাপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৫ পাঁচ রাউন্ড কার্তুজ এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ডাকাতদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলো, সেলিম হাওলাদার, মোহাম্মদ মিজান, রফিকুল ইসলাম ও বারেক সিকদার।
গ্রেপ্তারকৃতদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় ও বরগুনা সদরে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরি মামলা রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। দুপুরে গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের বরিশাল আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।