গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ডাকাতি করার সময় ডাকাত দলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় আগ্নে ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, রোববার মধ্যরাতে খাঞ্জাপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৫ পাঁচ রাউন্ড কার্তুজ এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ডাকাতদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলো, সেলিম হাওলাদার, মোহাম্মদ মিজান, রফিকুল ইসলাম ও বারেক সিকদার।
গ্রেপ্তারকৃতদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় ও বরগুনা সদরে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরি মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। দুপুরে গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের বরিশাল আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.