জাহিদ হাসান:
মাদারীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উদযাপন হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকালে জেলার আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তলন করা হয়।
এরপরে বিকেল ৪টায় স্বেচ্ছা সেবকলীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি মিরাজ খানের সভাপতিত্বে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরান শহরস্থ জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বর্নাঢ্য র্যালী শেষে সন্ধ্যায় জেলা কার্যালয়ে জয়ের ৫২ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এসময় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।