Madaripur Barta
ঢাকারবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে একাধিক মামলার আসামি গ্রেফতার

madaripurbarta
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি মাদারীপুর:

মাদারীপুরে অপহরণ, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, মাদকসহ একাধিক মামলার আসামি হাকিম বেপারীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের পুরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতার হাকিম বেপারি সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মৃত সোলাইমান বেপারীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাদারীপুরের পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা হাকিম বেপারি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি অপহরণ, বিস্ফোরক দ্রব্য, হত্যাচেষ্টা, মাদকসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে শহরের পুরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, হাকিমের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারের পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার চার্জশিট শিগগিরই আদালতে জমা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।