Madaripur Barta
ঢাকাবুধবার , ৮ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে চতুর্থ ধাপে দুইটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টি ইউনিয়নে প্রতীক বরাদ্দ

madaripurbarta
ডিসেম্বর ৮, ২০২১ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
মাদারীপুর জেলায় চতুর্থ ধাপে শিবচর ও রাজৈরের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নয়টি ইউনিয়নের প্রতীক বরাদ্দ হয় । এদুটি উপজেলায় বড় কোন দলীয় প্রতীক বরাদ্দ না থাকায় স্বতন্ত্র প্রাথী হয়ে নির্বাচন করছেন চেয়ারম্যান প্রার্থীরা । তবে শিবচরের উমেদপুর ইউনিয়নের দলীয় প্রতীক দিয়েছে জাতীয় পার্টি এতে প্রার্থী হয়েছে মোঃ হায়েদ আলী হাওলাদার ।
৭ই ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় প্রতীক বরাদ্দ শুরু হয় । এ সময় চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য ও নারী সদস্যরা তাদের প্রতীক বুঝে নেয় । নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রাথীরা তাদের পছন্দের প্রতীক পেয়ে আনন্দিত উৎসাহিত । ভোটারদের সকল ধরনের সহযোগিতা করা আশ্বাস দেন জনপ্রতিনিধিরা । প্রতীক বরাদ্দের পর পরই বিভিন্ন ছাপাখানায় উপচে পড়া ভিড় এবং ব্যানার ফেস্টুন বানাতে ব্যস্ত সময় পার করছে ছাপাখানা ।
পছন্দের প্রতীক পেয়ে চেয়ারম্যান, মেম্বার ও নারী সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন -আমরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ বছরের জন্য জন প্রতিনিধি হয়ে আসবো খুবই আনন্দিত এ নির্বাচনের মাধ্যমে আমাদেরকে নির্ধারিত করবে ভোটার।
চতুর্থ ধাপে শিবচরের উমেদপুর, ভদ্রাসন, সন্যসীরচর এই তিনটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী- ১৫ জন, মহিলা সংরক্ষিত সদস্য ৩৬ জন, মেম্বার পদে ৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
রাজৈর উপজেলায় ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪০ জন, নারী সদস্য ৬১ জন, মেম্বার পদে ১৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দ বিষয়ে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হারুন উর রশীদ বলেন, সকাল ১০ টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করি তবে প্রার্থীদের মধ্যে সুসম্পর্ক ছিল তারা পছন্দের প্রতীক দুই জন দাবি করেলেও প্রার্থীরা নিজেরাই একজন আরেকজনকে ছার দিয়েই প্রতীক গ্রহণ করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।