প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ
রাজৈরে ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুট্টি ডাকাত গ্রেফতার

রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর থেকে ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমদাদুল হক ওরফে কুট্টিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে তার নিজ এলাকা উপজেলার সুতারকান্দি বাজিতপুর শাফিয়া শরীফ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বাজিতপুর গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে।
পুলিশ জানায়, ঢাকার ধানমন্ডি থানার মামলা নং ৪৪(২) ১৯৯৬, ধারা ৩৯৫ পেনাল কোড আইনে যাবজ্জীবন কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা এবং ৩৯৭ পেনাল কোড আইনে ৭ বছর কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ নিয়ে এমদাদুল হক ওরফে কুট্টি পলাতক ছিল। ইতোমধ্যে সে বিদেশ ভ্রমনও করে এসেছে বলে জানা যায়। সোমবার সকাল ৯ টার দিকে সুতারকান্দি বাজিতপুর সাকিনস্থ শাফিয়া শরীফ মাজার সংলগ্ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, শাফিয়া শরীফ বাজারে এমদাদুলের ঘোরাঘুরির সংবাদ পেয়ে ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.