Madaripur Barta
ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম 

madaripurbarta
মার্চ ৮, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে মিজান মুন্সি নামে এক যুবককে সোমবার সন্ধ্যায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। মিজান মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। আহত মিজান শিবচর উপজেলার সাড়ে বিশরশি শরিফ কান্দি গ্রামের মৃত্যু গিয়াসউদ্দিন মুন্সির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাড়ে বিশ রশি শরিফ কান্দি গ্রামের মিজানের সাথে প্রতিবেশী শাহিন মুন্সী গং দের সাথে বিবাদ চলে আসছিল। এই বিবাদের জের ধরে শাহিন মুন্সী লোকজন নিয়ে মিজান মুন্সিকে হামলা করে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনায় মিজানের ভাই রেজাউল বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শিবচর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।