Madaripur Barta
ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু, আহত ৩

madaripurbarta
মার্চ ২৫, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে গিয়ে ইয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকে থাকা আরো ৩ যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) বেলা ১২ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা রসুল। নিহত ওই চালক সদর উপজেলার ঝিকড়হাটি ইউনিয়নের ইলিয়াস খানের ছেলে।

স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে তিনজন যাত্রী নিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাতিবাড়ি এলাকায় যাচ্ছিলেন ইজিবাইক চালক ইয়ার হোসেন। এসময় তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের বড় মেহের এলাকায় আসলে পেছন দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাস তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে গিয়ে ইয়ার হোসেন ও তিন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এরমধ্যে ইয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালের নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

হাইওয়ে ওসি গোলাম মোস্তফা রসুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসের ধাক্কায় ইজিবাইকটি পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু খবর পেয়েছি। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।