Madaripur Barta
ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মাদারীপুরের রনির বাড়িতে চলছে শোকের মাতম

madaripurbarta
মার্চ ৩০, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের এসহাক মাতুব্বরের ছেলে রুহুল আমিন রনি (৩৫) সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের আকাবা শার এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান। রনির মৃত্যুর খবর পাবার পর থেকেই মাদারীপুরের নিজ বাড়িতে চলছে শোকের মাতম।

জানা গেছে, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের এসহাক মাতুব্বর প্রায় ১৬ বছর আগে মারা যান। অনেক কষ্ট করে চার ছেলে ও তিন মেয়েকে বড় করেছেন রনির মা। ছোট্ট একটি দোচালা ঘর ছাড়া তাদের আর কিছুই নেই। কোন উপায় না পেয়ে ধার-দেনা করে জীবিকার সন্ধানে গত সাত মাস আগে সৌদি আরব যান রনি। সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সৌদি আরবে থাকা অবস্থায় ওমরাহ হজ্জ করতে যাবার সময় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের আকাবা শার এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। রনির এক ছেলে আসফির মাতুব্বর (৫) ও মেয়ে আসফিয়া (৩)। রনির মৃত্যুর খবর শোনার পর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম। মা কিছুক্ষণ পর পর জ্ঞান হারাচ্ছেন। স্ত্রী আসমা বেগমেরও একই অবস্থা। ছোট মেয়ে তেমন কিছু না বুঝলেও ছেলে বাবা বাবা বলে কান্না করছে। খবর পেয়ে আসে পাশের লোকজনও ছুটে আসছেন রনি বাড়িতে।

মা রাবেয়া বেগম বলেন, ১৬ বছর আগে স্বামীকে হারিয়েছি। এরপর অনেক কষ্ট করে সন্তানদের বড় করেছি। অনেক ধার-দেনা করে ছেলে সৌদি আবর গেছে। সৌদি আরব থেকে ফোন করে পরিচিত কয়েকজন জানিয়েছেন গাড়িতে আগুনে পুড়ে রনি মারা গেছে। অনেক টাকা ধার-দেনা করেছে, কিভাবে তা শোধ করবো। আমরা সরকারের সহযোগিতা চাই।

রনির স্ত্রী আসমা বেগম বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমার দুই সন্তান নিয়ে আমি কিভাবে বাঁচবো। ৪ লাখ টাকা ঋণ আছি। তা কিভাবে শোধ করবো। আমি সরকারের সহযোগিতা চাই। যাতে করে আমরা দেনা শোধ করতে পারি আর এই ছোট ছেলে-মেয়েকে নিয়ে একটু খেয়ে পড়ে বাঁচতে পারি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, আমাদের পক্ষ থেকে রনির পরিবারের জন্য যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করা হবে। ঘটনাটি খুবই দুঃখজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।