Madaripur Barta
ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় অস্ত্রসহ সা‌বেক চেয়ারম্যান পুত্র গ্রেফতার

madaripurbarta
এপ্রিল ৯, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতি‌নি‌ধি:

মাদারীপুর সদর উপ‌জেলা আওয়ামীল‌ী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কা‌লিকাপুর ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান এজাজুর রহমান আক‌নের পুত্র ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস আকন‌কে দেশীয় অস্ত্রসহ আটক ক‌রে‌ছে পু‌লিশ। র‌বিবার দুপু‌রে (৯ এপ্রিল) তা‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হয়।

এর আগে শ‌নিবার (৮ এপ্রিল) রা‌তে তা‌কে রা‌জৈর উপ‌জেলার ইশিবপুর ইউনিয়‌নের লু‌ন্দি এলাকা থে‌কে আটক ক‌রে রা‌জৈর থানা পু‌লিশ। এসময় তার সাথে থাকা মোটরসাইকেলের ভিতর থেকে চাইনিজ কুড়াল, ছেনদা, চাকু ও হাতুড়ি উদ্ধার করা হয়।

রাজৈর থানার এসআই মো. তানভীর আহম্মেদ জানান, ‘পিয়াস আকনকে শ‌নিবার দিবাগত রাত চারটার দি‌কে লু‌ন্দি এলাকায় সন্দেহ হলে আটক করা হয়। পরে তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এব্যাপারে রাজৈর থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা হয়েছে। পরে তাকে মাদারীপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ‌্য, গ্রেফতারকৃত পিয়াস মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের ছেলে ও মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি সদর উপজেলার কালিকাপুরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।