Madaripur Barta
ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ১৫’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

madaripurbarta
মে ৭, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

মাদারীপুর সদর উপজেলার পুরাতন কোটের মোড় থেকে ১৫ শত পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক দুই ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলো, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কালাইরচর গ্রামের মৃত্যু মোস্তফা আলী হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার(৩৫) ও একই ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের মৃত্যু সুলতান মূন্সীর ছেলে রসিদ মূন্সী(৪৮)।

রোববার (০৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা পুরাতন কোটের মোড় এলাকার জিরো পয়েন্ট থেকে সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা ও এসআই শেখ শাহজালালের নেতৃত্বে তাদের সঙ্গীয়র্ফোস অভিযান পরিচালনা করে ১৫ শত পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেন।

মাদক কারবারীদের আটকের নেতৃত্বকারী এসআই নিতাই চন্দ্র সাহা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কোটের মোড় এলাকা থেকে দুই মাদক কারবারিকে ১৫০০ ইয়াবাসহ আটক করতে পেরেছি।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটের মোড় এলাকা থেকে আমরা একটি মোটরসাইকেল আটক করি। তারপর তাদের ব্যাগ তল্লাশি করার পরে ১৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরূদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদের সাথে বড় কোন মাদক ব্যবসায়িক তাদের সাথে আরও বড় কোন তাদের সাথে আরও বড় কোন মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের পরে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।