মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার অস্বাস্থ্যকর পরিবেশে, আবাসন সংকটের মধ্যে দিয়ে হরিজন পল্লীতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে ৫৩টি পরিবার। যারা শহরের সরকারি অফিস ভবন, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত ছিল। অথচ তাদের আবাসস্থল ছিল বসবাসের অনুপযোগী। সেই হরিজনদের জন্য বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সাত তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মান করা হচ্ছে। ভবনের ব্যায় ধরা হয়েছে ১৫ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩৪০ টাকা। এক একটি ফ্লাট ১ হাজার ৫০ স্কয়ার ফিট। এছাড়া আধুনিক এ ফ্লাটে দুইটি লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) এর মাধ্যমে ভবনটির নির্মাণ কাজ শুরু হবে চলতি বছরের ১০ মে এবং নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের ১২ জানুয়ারী।
সোমবার বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার করাচি বিড়ি সড়কের হরিজন পল্লীর মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি। এ সময় উপস্থিত ছিলেণ মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. হাফিজুর রহমান খান, বণিক সমিতির সভাপতি সাব্বির হোসেন ছোট ভূঁইয়া প্রমুখ।