মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ১৫০পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার ছলু বেপারীর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি একই এলাকার আজাহার খানের স্ত্রী হাসিদা বেগম (৪০)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানাযায়, হাসিদা বেগম তাঁর নিজ বাড়িতে বসে মাদক কেনাবেচা করেন। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার বাড়ির উঠান থেকে হাসিদা বেগমকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাসি করে ১৫০পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
এ সম্পর্কে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক বিক্রি করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শিবচর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে। রোববার দুপুরে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.