মাদারীপুর প্রতিনিধি >>
মাদারীপুর সদর উপজেলার তালতলা এলাকায় ইভটিজিংয়ে বাধা দিতে গিয়ে হামলার শিকার হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার সকালে সদর উপজেলার তালতলা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলা ইসলামীয়া দাখিল মাদরাসার ছাত্রীদের যাতায়াতের পথে উত্যাক্ত করতো একদল বখাটে। এর প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয় সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের সিয়াম হাওলাদার (১২), চর ব্রাহ্মন্দি গ্রামের ছিজান হাওলাদার (১৪) এবং একই গ্রামের ইব্রাহিমকে (১৪)। আহতরা সবাই তালতলা ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী। এর প্রতিবাদে রবিবার সকালে মানববন্ধন করে দোষীদের শাস্তির দাবী জানানো হয়। একই সাথে ইভটিজিং বন্ধেরও দাবী জানান তারা।
মানব বন্ধন দুই শতাধিক গ্রাম বাসী অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তব্য প্রদান করে, স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল হোসেন, মাষ্টার আলী আহমদ খান, সেকেম আলী হাওলাদার, শামীম আকন। বক্তারা ইভটিজিং কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এবং সুন্দর শিক্ষার পরিবেশ তৈরী করার দাবী করেন।