অনলাইন ডেস্ক >>
মাদারীপুর ডাসারে প্রাইভেটকারে চাকা পাংচার হয়ে সড়কের গাছের সাথে ধাক্কা লেগে চালক জগৎ মৃধার (৪৮) মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ বৃহস্পতিবার (২২ জুন) ভোরে ডাসার উপজেলার ভাঙ্গা ব্রীজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নিহত চালক জগৎ মৃধা বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ঢাউলটরী গ্রামের কিরন মৃধার ছেলে।
আহতরা হলেন, চাঁদপুর জেলার কাবিদগঞ্জ এলাকার আবদুল গফর আলীর ছেলে করিব হোসেন (৩১), নারায়ণগঞ্জ জেলার সোনারগতি এলাকার কবির হোসেনের ছেলে জিয়াউর হক (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার হোসাইনপুর এলাকার বাদল আহমদের ছেলে রিয়াজ ইসলাম (২৭), একই এলাকার হীরা খানের ছেলে মাসুদ পারভেজ খান(২৮), মোনতাজুল হকের ছেলে আমির হোসেন (২৯)।
হাসাপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকার চালক জগৎ মৃধা বরিশাল থেকে লোক নিয়ে ঢাকার যাওয়ার পথে মাদারীপুর ডাসার ভাঙ্গা ব্রীজ নামক স্থানে প্রাইভেটকারটির চাকা পাংচার হয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। এসময় আরো পাঁচজন আহত হয়েছে। পরে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সফর আলী জানান, ভোরের দিকে সড়ক দুর্ঘটনার কিছু লোক হাসপাতালে ভর্তি হয়। তাদের অবস্থা অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.