জাহিদ হাসান >>
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের ১ কোটি ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে ২২ জন ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোঁটন চন্দ ও জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা।
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের এলএ কেস নং ৫/১২/২০ এর শিবচরের গোয়ালকান্দা মৌজা ও পদ্মা সেতু এপ্রোচ সড়ক প্রকল্পের এলঅএ কেস নং ২/২১/২২ এর ৯২ নং কুতুবপুর মৌজার মোট ২২ জন ক্ষতিগ্রস্তওদর মাঝে এই চেক বিতরণ করা হয়। এসময় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা কোন হয়রানি ছাড়াই ক্ষতিপূরণের চেক পেয়েছেন বলে জানান। আগামীতে ক্ষতিগ্রস্তদের সকল চেক তাদের হাতে পৌছে দেয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।