Madaripur Barta
ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পীড়িতে বসা হলো না সেনা সদস্যের

madaripurbarta
জুলাই ১৫, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

মো. শফিকুল ইসলাম, গৌরনদী >>

 বরিশালের গৌরনদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বপন দে (৩২) নামে এক সেনা সদস্য নিয়ত হয়েছে। বিয়ে বাড়িতে আলোক সজ্জার দুটি মরিচ বাতিতে বিদ্যুৎ ঠিক করতে গিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটেছে।

 স্বপন দে উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত্যু দীপক দে’র ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। বিয়ের পীড়িতে আজ শুক্রবার রাতে স্বপনের বসা হলো না। তার মৃত্যুতে বিয়ে বাড়িতে শোক নেমে এসেছে।

 জানাগেছে, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম বার্থী গ্রামের সেনা সদস্য স্বপন দে’র সঙ্গে একই উপজেলার বিল্বগ্রামের সঞ্জয় করের কন্যা কথা করের (২৫) সামাজিক ভাবে বিয়ের দিন ধার্য ছিল। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান শুক্রবার বিকালে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাস যোগে ৮০ জন বরযাত্রী যাবার প্রস্তুতি নিচ্ছিল।

 নিহতের ছোট ভাই শয়ন দে জানান, ছয়টার দিকে আমাদের বাড়িতে আলোক সজ্জার দুটি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২টি মরিচ বাতি বাতিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আমার ভাই সেনা সদস্য স্বপন দে গুরুতর আহত হয়। এ সময় বাড়িতে উপস্থিত মেহমানরা ভাইকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

 গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বপন দে নামে এক সেনা সদস্যর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।