বার্তা ডেস্ক >>
মাদারীপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে আলহাস সরদার (৩৫) নামে এক জনকে ১৮০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২২ জুলাই) দুপুরে মাদারীপুরের বোয়ালিয়া সাকিনস্থ লায়েক হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদি এলাকার আদেল উদ্দিন সরদারের ছেলে।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, জেলা গোয়েন্দা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে আলহাস সরদার নামে একজনকে ১৮০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।