প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ
গোয়েন্দা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক-২

বার্তা ডেস্ক >>
মাদারীপুর সদর উপজেলায় ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৪ জুলাই) সকালে মাদারীপুর সদর খাগদী বাস স্ট্যান্ড এলাকার থেকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, রাস্তি ইউনিয়নের রাস্তি এলাকার মৃত্যু রশিদ মাদবরের ছেলে পান্নু মাদবর(৭৬) ও পশ্চিম রাস্তি এলাকার এখলাস সরদারের ছেলে রাজিব সরদার(২২)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের রাস্তি এলাকার পান্নু মাদবর(৭৬) ও পশ্চিম রাস্তি এলাকার রাজিব সরদার(২২) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তারা উপজেলার শতাধিক খুচরা মাদক ব্যবসায়ীর মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার সকালে খাদি বাস স্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত রান্না ঘরে গাজা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে, পেরে এসআই কাশেম খান ও এসআই রায়হান সিদ্দিক শামীমের নেতৃত্বে অভিযান চালায়। পরে ওই পরিত্যক্ত রান্না ঘর থেকে প্লাষ্টিকের বস্তার ভিতরে নীল রঙ্গের পলিথিনে মোড়ানো (১০টি প্যাকেটে) ১০ কেজি গাঁজা এবং একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র, গাজা বিক্রির নগদ ৯ হাজার ৮শত ১৫ টাকা উদ্ধার করে পুলিশ।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, উপজেলার খাগদী এলাকা থেকে সকালে এসআই কাশেম খান ও রায়হান সিদ্দিক শামীম নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পান্নু ও রাজিবকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাগদী এলাকায় গাজা বিক্রির একটা প্রস্তুতি নিচ্ছে। সেখানে গিয়ে পান্নু মাদবর ও রাজিব নামে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.