মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী >>
বরিশাল জেলার গৌরনদী থানাধীন খানজাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দুলাল ফকির। তার উপরে অমানবিক হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছেন তার নিজ দুই ছেলে মোহাম্মদ রনি ফকির ও মোহাম্মদ রানা ফকির সহ তার প্রথম স্ত্রী মোসাম্মৎ জামিলা বেগম।
এ বিষয়ে ভুক্তভোগী ওই পিতা গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে জানা যায়, ২৫ শে আগষ্ট রোজ শুক্রবার বেলা আনুমানিক ১২ টার সময় ভুক্তভোগী দুলাল ফকিরের বর্তমান স্ত্রী মোসাম্মৎ কল্পনা বেগম তার দেবর মোহাম্মদ ফিরোজ ফকিরের জমিতে লাগানো পুইশাক তুলতে গেলে মোসাম্মৎ জামিলা বেগম তাকে অহেতুক গালিগালাজ করেন। এ বিষয়টি কল্পনা বেগম তার আরেক দেবর মোহাম্মদ নিজাম ফকিরকে বলেন, নিজাম ফকির বিষয়টি জানার জন্য অভিযুক্তদের বাসায় গেলে প্রথমে কথা কাটাকাটি হয় তার এক পর্যায়ে অভিযুক্ত মোঃ রনি ফকির ও মোহাম্মদ রানা ফকির, নিজাম ফকিরের গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে ঘরের মধ্যে নিয়ে মারধর করেন। সেখান থেকে কোনমতে তিনি বেরিয়ে আসেন পরবর্তীতে বেলা আনুমানিক সোয়া ১ টার দিকে ভুক্তভোগী মোঃ নিজাম ফকির পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যান। সেখানে বসে পুনরায় মোঃ রনি ফকির ও রানা ফকিরের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মসজিদের ভিতরে বসেই পুনরায় মারতে শুরু করেন অভিযুক্ত রনি ফকির ও রানা ফকির। তখন নিজাম ফকিরকে মারতে দেখে রানা ফকির ও রনি ফকিরের পিতা দুলাল ফকির এগিয়ে এসে নিজাম ফকিরকে উদ্ধার করার চেষ্টা করতে গেলে দুলাল ফকিরকে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করেন অভিযুক্ত রনি ফকির ও রানা ফকির, তার এক পর্যায়ে প্রথম স্ত্রী মোহাম্মদ জামিলা বেগম ও এসে হামলা চালায় দুলাল ফকিরের উপর। তখন তাকে বাঁচাতে তার ভাই ভাতিজা সহ অন্যরা এগিয়ে আসলে অভিযুক্তরা তাদের উপরও হামলা চালিয়ে আহত করেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ভুক্তভোগী ও পরিবারের লোকজন আরও বলেন অভিযুক্তরা তাদেরকে ফাঁসাতে উল্টো তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মিথ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ছেলেদের হাতে জন্মদাতা পিতা কে মেরে আহত করার এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না সাধারন জনগণ, তাই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রচলিত আইনে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার ।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.