গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত কালু ফকিরের পুত্রবধূ মোঃ কবির ফকিরের স্ত্রী মোসাঃ নাসিমা বেগম তার দেবরের মারধরের আহত অবস্থায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
ঘটনা সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আপন দুই ভাইয়ের পারিবারিক কোলহ চলে আসছিল। গত ২৮শে আগস্ট সোমবার অভিযুক্ত হেমায়েত উদ্দিন ফকিরের গৃহপালিত পশু ছাগল তার আপন ভাই মোঃ কবির ফকিরের পান পাতা খেয়ে ফেলে এ বিষয়টি কবির ফকিরের স্ত্রী নাসিমা বেগম অভিযুক্ত হেমায়েত উদ্দিন এর স্ত্রীকে জানালে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। তার একপর্যায়ে অভিযুক্ত হেমায়েত উদ্দিন এসে বাক-বিতণ্ডে জড়িয়ে পড়েন এবং ভুক্তভোগী নাসিমা বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। তখন তার মেয়ে ও স্বামী বাধা প্রদান করলে তাদেরকে মারধর করেন অভিযুক্ত হেমায়েত উদ্দিন ফকির। মারধরের আঘাতে মোসাম্মৎ নাসিমা বেগম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগির পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত হেমায়েত উদ্দিন ও তার স্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইলে তারা ছাগলে শস্য খাওয়ার কথা স্বীকার করলেও মারামারি বিষয়টি সম্পূর্ণই অস্বীকার করেন।
গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.