Madaripur Barta
ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ঘুরতে এসে ইভটিজিং ও মারধরের শিকার নারী দর্শানার্থী, আদালতে মামলা দায়ের

madaripurbarta
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক >>

মাদারীপুরে শহরের শকুনী লেকে ঘুরতে এসে ইভটিজিং ও মারধরে শিকার হয়েছেন এক নারী দর্শনার্থী। এই ঘটনায় সোমবার দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তিনজনের নামে মামলা করেন ভুক্তভোগী নারী। আদালতের বিচারক মো. জাকির হোসেন শুনানী শেষে মামলাটি আমলে নেন এবং পুলিশকে ঘটনা তদন্তের নির্দেশ প্রদান করেন।

মামলার আসামীরা হলো, মাদারীপুর শহরের পানিছত্র এলাকার লিটন বেপারীর ছেলে সাগর বেপারী (৩০) ও শুভ বেপারী (২৫) এবং ডাসার উপজেলার আলমগীর মাতুব্বরের ছেলে মান্নান মাতুব্বর (৩৫)। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ৩-৪ জনকে।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কালকিনি থেকে স্বামী ও সন্তান নিয়ে শহরের শকুনী লেকে ঘুরতে আসেন এক নারী। পরে তার ছেলে আইসক্রীম খেতে চাইলে সন্তানকে নিয়ে স্বামী দোকানে যান। এ সময় একা দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এই সুযোগে সাগর নামে এক বখাটে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে সাগর। পরে ওই নারী তার স্বামীকে ফোন করেন। স্বামী এসে প্রতিবাদ করলে সাগর তার লোকজন নিয়ে নারী ও তার স্বামীকে পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় তারা দুজনে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে গিয়েও ভয়ভীতি দেখান সাগর ও তার লোকজন। পরে বাধ্য হয়ে একটি ইজিবাইকে আহত ওই নারী ও তার স্বামী দুইজনে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এই ঘটনায় সোমবার দুপুরে অভিযুক্ত তিনজনসহ অজ্ঞাত ৩-৪ জনের নামে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। পরে শুনানী শেষে বিচারক থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

মাদারীপুর আদালতের জিপি ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার জানান, ‘নারী দর্শনার্থীকে উত্যক্ত ও মারধরের ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আদালত থানার ওসিকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে বলেছেন আদালত।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।