গৌরনদী প্রতিনিধি >>
বরিশালের গৌরনদীতে যাতায়াতের একমাত্র ইটের রাস্তাটি পানি বব্ধ হওয়ায় পরিষ্কার করাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে গৌরনদীর সুন্দরদী এলাকার মোসাম্মৎ মুক্তি বেগম ও তার দুই মেয়ের বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে জানা যায়, গত তিনদিনের বৃষ্টিতে উভয় পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই গত মঙ্গলবার ভুক্তভোগী ওই নারীর স্বামী ব্যবসায়ী মো. নুরুজ্জামান বেপারী নিজ দায়িত্বে রাস্তায় জলাবদ্ধতা নিষ্কাশন করার জন্য রাস্তার উপরের ঘাস ও আগাছা গুলো পরিষ্কার করে দেয়। তখন অভিযুক্ত মোসাম্মৎ মুক্তি বেগম নুরুজ্জামান ব্যাপারীকে রাস্তায় হওয়া আগাছা পরিষ্কার করতে বারণ করে বলেন এগুলো পরিষ্কার করলে আমার জায়গার মাটি ধুয়ে যাবে। যদিও রাস্তার সাথে তার জায়গার কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় জনসাধারণ। বৈরী আবহাওয়া চলমান থাকায় তার পরের দিন বুধবার বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন নুরুজ্জামান ব্যাপারীর স্ত্রী ভুক্তভোগী রানু বেগম (৪২) আবার সেই জলাবদ্ধতার পানি নিষ্কাশন এর জন্য রাস্তায় গেলে অভিযুক্ত মোসাম্মৎ মুক্তি বেগম ও তার দুই মেয়ে মিলে ভুক্তভোগী রানু বেগমকে বেধরক মারধর করেন। মারধরের একপর্যায়ে রানু বেগম গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী রানু বেগমের স্বামী মো. নুরুজ্জামান বেপারী বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।