Madaripur Barta
ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরের প্রধান শিক্ষকের লাশ ঢাকার হোটেল থেকে উদ্ধার

madaripurbarta
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আহম্মেদ সোহেল:

ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার এক প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ (চন্দন) এর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকার তোপখানা রোডের ‘হোটেল রয়েল গ্রান্ড হায়াত’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ মৃত্যুকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ক্যাম্পাসের একটি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন ওই শিক্ষক। বুধবার সকালে স্কুলের প্রয়োজনীয় কাজের কথা বলে ঢাকায় যান তিনি। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তার স্ত্রী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পান। এরপর পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। রাত ৮ টার দিকে থানা পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ঢাকার আবাসিক হোটেল থেকে মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ মৃত্যুকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

শাহবাগ থানা ওসি (তদন্ত) শাহ-আলম জানান, এসময় একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, রাত ৮ টার দিকে শাহবাগ থানা থেকে ওই প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।