Madaripur Barta
ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে

madaripurbarta
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আহম্মেদ সোহেল :

মাদারীপুরের রাজৈরে নিজ দলীয় (আওয়ামী লীগ) অফিস সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের মামলায় সোহরাব খালাসী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি উপজেলার বদরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টায় রাজৈরের বদরপাশা ইউনিয়নের রাজার বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে একই এলাকার আব্দুস ছালাম খালাসী নামে একজন বাদী হয়ে ওই আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে সোহরাব খালাসী (আ.লীগ নেতা) ও ছালাম খালাসী (মামলার বাদী) দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোহরাব খালাসী (আ.লীগ নেতা) ও ছালাম খালাসীর (মামলার বাদী) মধ্যে একটি চেকের মামলা রয়েছে, সেই জেরে ছালাম খালাসীকে ফাসানোর জন্য নিজেই এ কান্ড ঘটিয়েছে। পরবর্তীতে সোহরাব খালাসীর বিরুদ্ধে এজাহার দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সুক্ষ বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি সোহরাব খালাসীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।