Madaripur Barta
ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু

madaripurbarta
অক্টোবর ১৬, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান :
মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দুইজন। শনিবার রাত আড়াইটার দিকে মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪তলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। নিহত সাগরিকা শহরের বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী ও নিহত পারুল ডাসার উপজেলার বালিগাঁও গ্রামের ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাভীর রাতে হঠাৎ চিৎকার শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। ঘরে ঢুকে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে। এছাড়া অসুস্থ্য অবস্থায় সাগরিকার বান্ধবী পারুলসহ আরও দুই নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার কারণ জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে পহেলা আক্টোকব সাগরিকা, সাগরিকার মা ও সাগরিকার মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরো ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। এরপর অপরিচিতদের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিদেশী মদ ও দেশী মদ একত্রে করে খেয়ে নাচ গান করেছে। এতে অসুস্থ হয়ে পরে মারা যায় বলে প্রাথমিকভাবে সন্দেহ থানা পুলিশের। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেয়ে মাদারীপুর পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।