Madaripur Barta
ঢাকাবৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে শ্রদ্ধাঞ্জলি নিয়ে আ.লীগের দুই গ্রুপের হাতাহাতি, একাংশের কর্মসূচি বর্জন

madaripurbarta
ডিসেম্বর ১৬, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

 

রাজৈর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা নিয়ে আ.লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত¡রের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের সময় এ ঘটনা ঘটে। পরে সকল দলীয় কর্মসূচি বর্জন করে উপজেলা আ.লীগের একাংশের নেতাকর্মীরা। এসময় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়।
দলীয় একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৬ই ডিসেম্বর সকালে পুষ্পস্তবক অর্পণের জন্য উপজেলা আ.লীগ ও পৌর আ.লীগের নাম ঘোষনা করে উপজেলা প্রশাসন। এসময় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি গ্রুপ কমিটি এবং জেলা আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপ কমিটি একই সময় শ্রদ্ধা নিবেদন করতে গেলে নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে জেলা আ.লীগের সভাপতি গ্রুপের নেতাকর্মীরা দলীয় সকল কর্মসূচি বর্জনের ঘোষনা দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করে চলে যায়।
এ বিষয়ে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক (সভাপতি গ্রুপ) জমির উদ্দিন খান বলেন, প্রশাসনের বিতর্কিত ভুমিকার কারনে পুষ্পস্তবক অর্পণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পাল্টা গ্রুপের নেতাকর্মীরা কৌশলে বেড়িকেড সৃষ্টি করে পুষ্পস্তবক অর্পণে বিঘ্ন ঘটিয়েছে। এনিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। যা দীর্ঘ ৫০ বছরে এমন ঘটনা ঘটেনি। ফলে গোলমাল এড়াতে আমরা অনুষ্ঠান বর্জন করে চলে এসেছি।

অন্যদিকে পৌরসভা আ.লীগের সভাপতি (এমপি গ্রুপ) শেখ সাগর আহমেদ উজির বলেন, আমরা শহীদ মিনারের সামনে আগে উঠেছি। এবং শ্রদ্ধা নিবেদনের সময় ওই কমিটির সভাপতি গোপা শারমিন আমাদের সামনে ফুল নিয়ে এসে দাড়িয়ে বাধা সৃষ্টি করেছে। এনিয়ে কিছুটা গন্ডগোল হয়েছে। এছাড়া আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।