Madaripur Barta
ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নাদেশ পেয়ে চার মাসের শিশু পুত্রকে হত্যা করে মা

madaripurbarta
ডিসেম্বর ১৯, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

গৌরনদী প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে স্বপ্নাদেশ পেয়ে চার মাস বয়সের শিশু পুত্র জুবায়ের আহম্মেদ তালুকদারকে হত্যা করেছে গর্ভধারনী মা চার সন্তানের জননী।

শনিবার দিবাগত রাতে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য শিশুর লাশ রোববার দুপুর দেড়টার দিকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের গরুর খামারি সাগির তালুকদারের ছেলে। ঘটনার পর থেকেই ঘাতক মা ছালেহা বেগম পলি (৩৭) আত্মগোপন করেছে।

নিহতের বাবা সাগির তালুকদার জানান, তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক। প্রতিদিনে ন্যায় শনিবার রাতের খাবার খেয়ে চার মাস বয়সের ছোট ছেলে জুবারের আহম্মেদকে নিয়ে তিনি ও তার স্ত্রী ছালেহা বেগম পলি এক খাটে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে তিনি ঘুম থেকে জেগে স্ত্রী ও পুত্রকে বিছানায় না পেয়ে পবিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে গরু ঘরের পাশে বড় বালতির মুখ একটি গামলা দিয়ে ঢাকা দেখতে পান। তখন ওই বালতির মুখের গামলা সরিয়ে ফেললে দেখতে পান, পানি ভর্তি বালতির মধ্যে জুবায়েরের মাথা নিচে ও পা দুটো উপরের দিকে। ডাকচিৎকার দিয়ে বালতির ভেতর থেকে জুবারের মৃতদেহ উদ্ধার করেন তারা। ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অনেক খোঁজাখুজি করে তার স্ত্রী পলির সন্ধান পাওয়া যায়নি।

সাগির আরো জানান, ছেলে জুবায়ের জম্মের পর থেকে তার স্ত্রী পলি স্বপ্নাদেশ পেয়ে খাসি ছদগাহ্ ও মনসা মন্দিরে দুত কলা দেয়। এরপর তার স্ত্রী প্রায়ই স্বপ্নাদেশ পেয়ে প্রায়ই ঘুমের ঘরে চিৎকার করে উঠত। এরপর সে (স্ত্রী) আমাদের কাছে স্বপ্নাদেশের কথা বলত, তাকে (পলি) সাপে ধাওয়ায় ও আছড়ায় ধরেছে। তার স্ত্রী পলি স্বপ্নাদেশ পেয়ে প্রায়ই বলে আসছিলে জুবায়ের বেচে থাকলে সংসারে শান্তি হবে না। এমনকি দুই সন্তানকে আছড়ায় মেরে ফেলবে।

নিহতের বড় বোন সাগরিকা বেগম জানান, তার ছোট ভাই জুবায়ের জম্মের পর থেকেই তার মা প্রায় স্বপ্নাদেশ পেয়ে আবল-তাবল বলে আসছিল। এ জন্য তাকে (পলি) অনেক ঝাঁড় ফুক দেয়া হয়েছেু।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, চার মাস বয়সের শিশু জুবায়ের আহম্মেদের লাশ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুর দেড়টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা সাগির তালুকদারকে বাদি করে ঘাতক স্ত্রী ছালেহা বেগম পলিকে আসামি করে একটি হত্যা হত্যা মামলা দায়ের করেছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘাতক পলিকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।