রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাজৈর থানার ওসিসহ ৬জন আহত হয়। এসময় কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজার বনিক সমিতির ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। শনিবার রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বেপাড়িপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ওসি মো. শেখ সাদিক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানায়, কিশোরদের মধ্যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা সদরের মজুমদারকান্দি ও পশ্চিম রাজৈরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপি ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। এ ঘটনায় ৬জন আহতসহ বেশ কয়েকটি দোকান লাঠি সোটা ও ইট পাটকেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্যবসায়ীরা দোকান বন্ধ ঘোষনা দেয় এবং দোকান ঘরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
রোববার সকালে বনিক সমিতির সভাপতি শামীম নেওয়াজ মুন্সী ও ওসি শেখ সাদিকের বিচারের আশ্বাসে ব্যবসায়ীরা দোকান খুলে দেয়।
রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। সংঘর্ষকারীদের ইট পাটকেলে আমরা দুইজনসহ কয়েকজন আহত হয়েছে।