প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
মাদারীপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহিদ হাসান:
জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মাদারীপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে মাদারীপুর সরকারি কলেজ গেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এরপর দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার নেতা ও কর্মীরা অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি কলেজ গেট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে বর্ষপতি পালন করা হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান, জেলা যুবলীগের সদস্য আরিফুর রহমান জ্যাতি খান, সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহামুদ আবির, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান সামস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী রুবেল, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াস শিকদার সহ অনেকেই।
বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে দেশ ও জাতির কল্যাণে। দেশের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় গণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.