ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে ১০টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. শিপন মোল্লাকে (৩৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত শিপন মোল্লা উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বাঘুরিয়া গ্রামের সোবাহান মোল্লার ছেলে। শিপনের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও চেক জালিয়তিসহ প্রায় ১০টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলাম।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম (বার) এর নির্দেশনায় ডাসার থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সনিয়ে ঢাকা র্যাব-২ এর সহযোগীতায় মোহাম্মদপুর এলাকায় অভিযোন চালিয়ে শিপন মোল্লাকে একটি বাসা থেকে পলাতক অবস্থায় রাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও চেক জালিয়তিসহ প্রায় ১০টি মামলায় ওয়ারেন্ট পলাতক আসামী শিপন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.