প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ
ডাসার প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণায় সভাপতি রাকিব, সম্পাদক তুহিন

বার্তা ডেস্ক:
মাদারীপুরের ডাসার প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক কালবেলা ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলামকে সভাপতি ও দৈনিক অধিকার পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি মো. শাহরিয়ার তুহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় ডাসার প্রেসক্লাব কার্যালয়ে কন্ঠ ভোটের মাধ্যমে ১৫সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
ডাসার প্রেসক্লাবের অন্যান্য প্রতিনিধিরা হলেন, সহ-সভাপতি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শাহাদাৎ আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেসালের সৈয়দ রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির তমাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আলোকিত সময়ের সৈয়দ এমারুল হাসান, দপ্তর সম্পাদক কালকিনি বার্তার আজিজুল তালুকদার, অর্থ সম্পাদক দৈনিক সাহসের সৈয়দা লুবনা, প্রচার সম্পাদক দৈনিক বাঙ্গালী সময়ের মিলন হোসেন, সহ-প্রচার সম্পাদক দ্যা নিউজের শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দৈনিক সুবর্ণ গ্রামের আফজাল হোসেন।
এছাড়াও কমিটির কার্যকরী সদস্যরা হলেন, রফিকুল সরদার সাপ্তাহিক আশ্বাস, আকবর কবিরাজ দৈনিক মাদারীপুর বার্তা, মিফতাহুল জান্নাত মুমু নাগরিক ভাবনা, দুলাল মৃধা দৈনিক দিনের আলোসহ ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য,২০১৩ সালে ডাসার থানা প্রতিষ্ঠিত হওয়ার পরে ২০১৬ সালের ৫ই জুন থেকে ডাসার প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ডাসার প্রেসক্লাবের পথচলা শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.