মাদারীপুর প্রতিনিধি:
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে মাদারীপুর ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এমারাত হোসেন খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন মামলাটির শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন বলে নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
মামলার বাদী পক্ষের আইনজীবী এভোকেট জামিনুর হোসেন মিঠু বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও জিয়া পরিবারকে নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ফেসবুকে
কুরুচিপূর্ণ এবং নারীবিদ্বেষী ও মানহানিকর ভাষায় কথা বলেন। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি হয়েছে। একারনে ক্ষুব্দ হয়ে মাদারীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। আশা করি আমরা ন্যায় বিচার পাবো।
তিনি আরও জানান,আদালতের বিচারক ফয়সাল আল মামুন কোন আদেশ প্রদান করেননি। মামলাটি আদেশের অপেক্ষায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.