জাহিদ হাসান:
মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন স্মৃতি ১ম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে মাদারীপুর আছমতআলী খান স্টেডিয়ামে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্হাপনায় মহিলা হ্যান্ডবল লীগের খেলার শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।
উদ্বোধনী অনুষ্টানে মাদারীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডা. মো. গোলাম সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আসমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিউলী আক্তার, ক্রীড়া সংগঠক জেসমিন আক্তার ও জেরিন ফেরদৌস এ্যনথনী।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান খান, মাদারীপুর চেম্বার অব কমার্স এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান।
খেলা স্পন্সর করেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইনের মেয়ে শাহনেওয়াজ আলম দীনা।
খেলায় মাদারীপুর জেলার ৪ টি উপজেলা থেকে ৪ টি গ্রুপে মোট ১৪ টি দল খেলায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.