জাহিদ হাসান:
ভর্তি চলছে- বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-কর্তৃক নিবন্ধিত দ্বীনি ইলম অর্জনের একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান।
মাদারীপুরের চরমুগরিয়া জেটিসি মসজিদ রোড নদীরপাড় সংলগ্নে মনোরম পরিবেশ ও উন্নত আবাসন ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানে। বিজ্ঞ উলামায়েকেরামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিকল্পিত হবে পাঠদান। রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ। এছাড়াও রয়েছে আবাসিক- অনাবাসিক সুব্যবস্থা।
প্রতিষ্ঠানে যেসব বিভাগসমূহ রয়েছে, নিয়মিত মাশকসহ মানসম্মত ”নাজেরা বিভাগ”, আন্তর্জাতিক মানের ”হিফযুল কুরআন বিভাগ”, হাফেজ ছাত্রদের জন্য ”হিফয রিভিশন বিভাগ”। পর্যায়ক্রমে রয়েছে ”কিতাব বিভাগ ও নূরানী বিভাগ”।
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, মারকাযুত তাকওয়া মাদারীপুর এর প্রধান মুরুব্বী ও চরমুগরিয়া জেটিসি জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হরযত মাওঃ অহিদুল ইসলাম দা:বা:।
পরিচালনায় রয়েছেন, মারকাযুত তাকওয়া মাদারীপুর এর মুহতামিম মাওলানা শাহ্জালাল খান।
ভর্তির প্রথম পর্ব প্রতি বছর পহেলা রমজান থেকে। ক্লাশ শুরু: ঈদ-উল-ফিতরের ১০ দিন পর থেকে।
ভর্তির দ্বিতীয় পর্ব প্রতি বছর পহেলা ডিসেম্বর থেকে। ক্লাশ শুরু: পহেলা জানুয়ারি থেকে।
প্রয়োজনে- 01914655399, 01712325005