মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলায় পেয়ারপুর গ্রামে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ মার্চ) সকালে পেয়ারপুর ইউনিয়নের কুমারটেক এলাকায় ছোট ভাই ও পরিবারের মাঝে হামলা এবং জমি দখলের চেষ্টার ঘটনা ঘটে। পরে স্হায়ীরা এসে তাদেরকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, কামাল গড়িয়া (৪৫), হেমায়েত গড়িয়া (৪০), উভয়ের পিতা মৃত্যু কলম গড়িয়া, রুনা বেগম (৩৫), স্বামী- কামাল গড়িয়া, লায়লা বেগম (৩২), স্বামী- হেমায়েত গড়িয়া তাদের উভয়ের বাড়ি পেয়ারপুর ইউনিয়নের কুমারটেক এলাকায়।
ভুক্তভোগী পরিবার ও মামলার সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামেক্র য়কৃত জমি নিয়ে বড় ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ছোট ভাইয়ের। এ নিয়ে দফায় দফায় সালিশ মীমাংসা করলো কোন সমাধান পাননি ছোট ভাই। একপর্যায়ে জমি দখল করার জন্য উঠে পড়ে লেগে পরেছে বড় ভাইয়েরা। এমনকি জমি দখলের জন্য দিয়ে চলছে হত্যার হুমকি। কোন উপায় না পেয়ে ছোট ভাই বাধ্য হয়ে উপজেলা ভূমি অফিসে একটি মিস কেস দায়ের করেন। যাহার নাম্বার- ঢওওও-বি-৫৪৯/২৩-২৪। পরে ভুমি কর্মকর্তা কাগজপত্র দেখে আগামী ২৫ মার্চ সকালে শুনানি করার নোটিশ দেন। এর ফলে ছোট ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে বড় ভাই সকালে লোকজন নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র রামদা, ছেনদা, বাঁশের লাঠি, লোহার রড, দিয়ে তাদের বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাদা না দিলে তার ছেলে মেয়েকে খুন করার হুমকি দিয়েছে। এদিকে চাঁদা দিতে অস্বীকার করলে তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়িভাবে পিটাতে থাকলে তার স্ত্রী তাকে বাঁচাতে আসলে তাকেও বেধর মারধর করেন। এবং তার পরনের বস্ত্র টেনে হিসরে শ্লীলতাহানী ঘটায়। এতে ছোট ভাই ও তার স্ত্রী গুরুতর জখম হয়। এছাড়াও তার স্ত্রী গলায় থাকা একটি ১ ভড়ি ওজনের স্বর্নের চেইন, ৬ আনা স্বর্নের আংটি, ঘরে থাকা নগদ এক লক্ষ, স্যামস্যাং কোম্পানীর স্মার্ট ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান বড় ভাই ও অনুসারীরা।
ভুক্তভোগী কাজল গড়িয়া বলেন, এ ঘটনার বিষয় এলাকার সবাই জানে। আমার মা আমার কাছে এই জমি বিক্রি করেছে আরো আট বছর আগে। পরে আমার ভাইয়েরা এই জমি জাল দলিল করেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি সরকার এবং প্রশাসনের কাছে একটি সুষ্ঠু বিচার চাই যাতে আমি আমার ছেলে সন্তান নিয়ে বসত ঘরে থাকতে পারি।
এ ব্যাপারে অভিযুক্ত হেমায়েত গড়িয়া বলেন, এই জমি আমার মা আমাদের নামে লিখে দিছে অর নামে লিখে দেয় নাই এ কারণে আমরা জমি দখলে গিয়েছিলাম। তাদেরকে কেউ মারধর করে নাই তারা মিথ্যা একটি অভিযোগ দায়ের করেছে। তিনি আরো বলেন, আমার ছোট ভাই তার শ্বশুরবাড়ি লোকজন এনে আমার বোন ও খালাকে মারধর করেছে। আমরা তাদের বিচার চাই।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.