Madaripur Barta
ঢাকাবুধবার , ২২ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রার্থীর স্ত্রী-সন্তানকে মারধরের অভিযোগ

madaripurbarta
ডিসেম্বর ২২, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে ইউপি নির্বাচনে ভোট চাওয়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী, মেয়ে, শাশুড়িসহ ৫ জনকে লাঠিপেটার অভিযোগ উঠেছে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী ও আনারস প্রতীকের প্রার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম হাওলাদারের পক্ষে ভোট চাইতে মাচ্চর এলাকায় যান তার স্ত্রী, শাশুড়ি, সন্তানসহ কর্মী-সমর্থকরা। এসময় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম ফকিরের কর্মী-সমর্থকরা বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামের স্ত্রী, মেয়ে, শাশুড়ীসহ ৫ জনকে বেদম লাঠিপেটা করে হালিম ফকিরের সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজৈর থানার ওসি মো. শেখ সাদীক বলেন, ভোট চাইতে গিয়ে হালিম ফকিরের মহিলা সমর্থকদের সাথে মারপিট হয়েছে। সিরাজ চেয়ারম্যানের স্ত্রী, মেয়ে ও শাশুড়ী হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে রাজৈর উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে প্রার্থীতা উন্মুত্ত রাখা হয়েছে। তাই আ.লীগ মনোনীত নৌকা প্রতীক না থাকায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে বিভিন্ন প্রতীকে অংশ নিয়েছে প্রার্থীরা। তবে দ্বীগুন বেড়েছে চেয়ারম্যান প্রার্থীদের সংখ্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।