নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন সামাজিক ও মানবিক সেবার পাশাপাশি আজ ছিলারচর ইউনিয়নে পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি ও ঠান্ডা লেবুর শরবত বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশেও সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন বিপন্ন। এই কাকফাটা রোদে একটু প্রশান্তি এনে দেয একগ্লাস বিশুদ্ধ পানি অথবা একগ্লাস বিশুদ্ধ শরবত। ছিলারচর একতা মানব সেবা সংগঠনের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইমরান হাওলাদার, নাজমুল চোকদার, সুমন মোড়ল, শাহাদাত মোড়ল, শামীম সিকদার, আতিকুর রহমান, রাসেল হাওলাদার।
নান্নু হাওলাদার বলেন, আমরা সমাজের একটি অংশকে নিয়ে কাজ করি এবং এই কাজে আমরা দলবল নির্বিশেষে সকলকে পাশে চাই।ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো কাজ করতে চাই। সমাজ থেকে মাদক সহ যাবতীয় ধনী গরিব বৈশম্যের পরিত্রাণ চাই আমরা।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.