জাহিদ হাসান:
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগে রবিবার (৫ মে) বেলা ১১টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পোস্টার ছিড়ে ফেলা, কর্মীদের উপর হামলা ও প্রভাব বিস্তারের অভিযোগ করেন আসিবুর রহমান খান। এছাড়া নির্বাচনে পাঁচটি ইউনিয়নে জোরপূর্বক কেন্দ্র দখল করে শফিক খান নিজের প্রতীকে ভোট নিতে পারেন বলে সেই আশংকাও প্রকাশ করেন।
উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদ শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান আনারস প্রতীক ও তার চাচাত ভাই শফিক খান মোটর সাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।