প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রাম এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত দোতলার গ্রিল কেটে প্রবেশ করে। এই সময়ে ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদারের দাবি ৩০ভরি স্বর্ণ, নগদ তিন লক্ষ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে।
এই ঘটনায় সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান
ইমেইলঃ madaripurbarta2021@gmail.com
মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 মাদারীপুর বার্তা. All rights reserved.