Madaripur Barta
ঢাকাশনিবার , ২৫ মে ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে প্রতিপক্ষের দেওয়া আগুনে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই

Jahid Hasan
মে ২৫, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে ফজল লস্কর(৭০) নামে এক ভ্যান চালকের বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ মোস্তফা শেখ (৭০) ও মোহাম্মদ আলী শেখ(৪৮) সহ তাদের লোকজন ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ অগ্নিকান্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফজল একই গ্রামের মৃত আমিন উদ্দিন লস্করের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে মোস্তফার কাছ থেকে স্ট্যাম্প দিয়ে ২০ লক্ষ টাকা ধার নেয় ভ্যান চালক ফজলের ভাই হান্নান লস্কর। পরে টাকা ফেরত দিতে দেরি হওয়ায় হান্নানের এক তলা বিল্ডিং দখল করে মোস্তফা ও তার ছেলে মোহাম্মদ আলী। এসময় ভাইয়ের সম্পদ রক্ষা করতে ফজল তাদের বাধা দিলে দ্বন্দের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ফজলসহ কয়েকজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে টাকা ছিনতাই ও চাঁদাবাজির দুটি মিথ্যা মামলা দায়ের করে। পরে মোস্তফা ও মোহাম্মদ আলী তাদের লোকজন নিয়ে ওই ভ্যান চালকের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। এ অগ্নিকান্ডে নগদ টাকা, জমির দলিল ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
ভুক্তভোগী ভ্যান চালক ফজল শেখের পুত্রবধূ বাবলী বেগম জানান, আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে বাবার ঘরে আগুন ধরিয়ে দিয়ে মোস্তফা ও তার ছেলে মোহাম্মদ আলীসহ তাদের লোকজন পালিয়ে যায়। পরে টের পেয়ে ডাক-চিৎকার করলে আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়। এসময় আমার ৫ ছেলে-মেয়েদের নিয়ে দরজা ভেঙে বের হই।
ফজল শেখের দুই ছেলে শাহীন লস্কর ও সোহেল লস্কর জানান, ঘরে কেউ না থাকার সুযোগে তারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করি।
এ ব্যাপারে অভিযোগ অস্বিকার করে মোস্তফা শেখ ও মোহাম্মদ আলী শেখ বলেন, আমরা এ ঘটনার কিছুই জানিনা। তবে এর আগে তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে। পরে আমরাও তাদের বিরুদ্ধে দুটি মামলা করেছি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হওলাদার আসাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।