Madaripur Barta
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

Jahid Hasan
জুন ১, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:
মাদারীপুরে জীবন ঘরামী(১৩) নামে এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুর হয়েছে। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাবলু ঘরামীর ছেলে জীবন ঘরামী। সে আল-জাবির হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর পাকা মসজিদ এলাকায় নানা বাড়িতে জীবন ঘরামীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, জীবনের মা বিদেশে থাকায় নানা নুর ঘরামীর কাছে থাকত জীবন ঘরামী। বাড়ির লোকজন শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জীবনকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের নানা নুর ঘরামী বলেন, আমাদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিল্লাল মাতুব্বর,কাওছার মাতুব্বর, জুয়েল মাতুব্বর, ছায়েদ মাতুব্বর, আজু মাতুব্বরদের সাথে বিরোধ চলে আসছে। প্রতিদিনের মত আমার নাতি রাতে খাবার খেয়ে সুয়ে পরে সকালে আমার নাতি জীবনকে ডাক দিলে তার কোন সাড়া না মিললে আমি চিৎকার চেচামেচি করতে থাকি এরপর আমার প্রতিবেশীরা এসে দরজা খুলে দেখে আমার নাতির লাশ ঘরের আড়ার সাথে ঝুলছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি করছি।

অভিযোগের ব্যাপারে কাওছার মাতুব্বর বলেন, তারা আমাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক আমরা যদি এই ঘটনার সাথে জরিত থাকি তাহলে আমাদের বিচারের আওতায় আনা হোক, আমরাও প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাচ্ছি।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ লাস উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা অপমৃত্যু। এখন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।