জাহিদ হাসান:
মাদারীপুরে শনিবার সকালে সদর হাসপাতালে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ার উদ্বোধন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭ শত ৮৯ শিশু এবং ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৪৯৯ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করা হয়েছে। জেলার ১৫০৪ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮ টা এ কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।