Madaripur Barta
ঢাকারবিবার , ২ জুন ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে বখাটের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর, থানায় অভিযোগেও নেই কোন প্রতিকার

Jahid Hasan
জুন ২, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডাসার প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর ডাসারে ইভটিজিংয়ের শিকার হয়ে প্রায় ৩মাস যাবত স্কুলে যেতে পারছে না সৈয়দ নুরুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া ফারজানা আক্তার(১৩) নামে এক স্কুল ছাত্রী। এতে করে ওই ছাত্রীর পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছে।

এ ঘটনায় ডাসার উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর পরিবার। উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরসহ থানা পুলিশের সহযোগীতা চাইলেও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ ভূমিকা না রাখার কারণে বখাটে ওই যুবক আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সহ এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

থানা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর ডাসার গ্রামে অবস্থিত সৈয়দ নুরুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর চলার পথে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছে ওই এলাকার আব্দুল শিকদারের ছেলে আশিক শিকদার(২২)।

ইভটিজিংয়ের শিকার ছাত্রীর আত্মীয় শফিকুল ইসলাম জানান, স্কুলে যাতায়াতের পথে প্রতিনিয়তই ওই স্কুল ছাত্রী(ফারজানা)কে উত্যক্ত করে আশিক শিকদার। ছাত্রীর পরিবার প্রতিবাদ করলে উল্টো হুমকি ধামকি দেয় আশিক শিকদার। আশিক শিকদারের পিতা-মাতাকেও জানালে উল্টো অপমান অপদস্ত করে।

স্কুল ছাত্রী ফারজানা আক্তার বলেন, আশিক শিকদার আমাকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। আমি স্কুলে যাওয়ার পথে মনির চেয়ারম্যানের বাড়ির কাছে গেলে আশিক আমাকে প্রেমের কু-প্রস্তাব দেয় এতে আমি রাজি না হলে সে পিছন থেকে আমার গায়ের ওড়না টানা হেচরা করে এবং আমার স্কুল ব্যাগ ছিড়িয়া ফেলে। আমি স্কুলে গেলেই যাওয়ার পথে আশিক আমাকে এভাবে উত্যক্ত করে, ভয়ে আমি এখন আর স্কুলে যাই না।

ছাত্রীর মা মাহিনুর বলেন, আমার মেয়েকে উত্যক্ত করার বিষয়টি স্থানীয় ভাবে লোকজনকে জানিয়ে কোনো সুরাহা না পেয়ে গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে ডাসার থানায় একটি অভিযোগ দিতে গেলে পুলিশ বলে আমাদের এখানে অভিযোগ নেওয়া হয়না আপনি ইউএনও অফিসে যান, পরের দিন ২৭ ফেব্রুয়ারি আমি ইউএনও অফিসে লিখিত অভিযোগ দেই। ইউএনও স্যার আমার অভিযোগ নেন কিন্তু আইজ প্রযন্ত আমি কোনো প্রতিকার পাইনি‌। আসলে কি কমু এই দ্যাশে আইন কানুন নাই। কোথায় যামু আর কোথায় গেলে বিচার পামু আপনারাই কন?

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলামকে অভিযোগ না নেওয়ার বিষয়ে প্রশ্ন করে জানতে চাইলে তিনি বলেন, থানায় অভিযোগ নেওয়া হয়না এরকম বলা হয় নাই। ওনাকে অভিযোগ দিতে বলা হয়েছে এবং ইউএনও সাহেবকে অবহিত করতে বলা হয়েছে। কেনো উনি অভিযোগ দেয়নি থানায়? পাঠায় দেন অভিযোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।